হান্নান মাসউদকে এনসিপির কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৫

রাজধানীর ধানমন্ডিতে এক প্রকাশকের বাসার সামনে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় তিন সমন্বয়ককে জিম্মায় নেওয়ার কারণে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২০ মে) বিকেলে ধানমন্ডি থানা পুলিশের হেফাজতে থাকা ওই তিনজনকে হান্নান মাসউদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। পরে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার (২১ মে) প্রকাশিত এক নোটিশে বলা হয়, কেন তিনি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন—তা আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে শৃঙ্খলা কমিটিকে ব্যাখ্যা দিতে হবে।

নোটিশে স্বাক্ষর করেন এনসপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত।

আটক হওয়া তিন সমন্বয়কের মধ্যে মোহাম্মদপুর থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বী নৈতিক স্খলনের অভিযোগে ইতোমধ্যে অব্যাহতি পেয়েছেন। বাকি দুইজন হলেন—ঢাকা মহানগর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আফারহান সরকার দিনার এবং মো. উল্লাহ জিসান। তবে জিসানের সংগঠনের কোনো পদ ছিল না।

এ বিষয়ে জানতে চাইলে হান্নান মাসউদ বলেন, আমি থানায় গিয়েছিলাম পরিস্থিতি জানতে। একটি ভুল বোঝাবুঝি হয়েছিল, তা সমাধান হয়েছে। তবে এ ঘটনায় বাইরের আরও অনেকে জড়িত ছিলেন—তা খতিয়ে দেখা হচ্ছে।

Nagad