নতুন যুগে টেকনো, এই প্রথম ঢাকায় ফ্ল্যাগশিপ স্টোর খুলছে
বাংলাদেশের বাজারে ২০১৭ সালে যাত্রা শুরু করা স্মার্টফোন ব্র্যান্ড টেকনো এখন আর কোনো নতুন নাম নয়—বরং এটি হয়ে উঠেছে প্রযুক্তিপ্রেমীদের বিশেষ করে তরুণদের কাছে একটি আস্থার প্রতীক। অল্প সময়ের মধ্যেই শহর থেকে গ্রাম পর্যন্ত টেকনো দখল করে নিয়েছে এক বিশাল বাজার। বিশ্বমঞ্চে উদ্ভাবনী প্রযুক্তি দিয়ে আলোচিত এই ব্র্যান্ড এবার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করতে যাচ্ছে বাংলাদেশে। আগামী ৩০ মে, রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত সেন্টারপয়েন্ট শপিং মলে এই স্টোরের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হবে।
টেকনো সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর পণ্য ও প্রযুক্তি দিয়ে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ও আইএফসি-তে নজর কেড়েছে। ডায়নামিক ১ রোবোটিক ডগ, পকেট গো এআর গেমিং সিস্টেম, এআই গ্লাসেস, মেগাবুক ল্যাপটপ ও বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন ‘স্পার্ক স্লিম’-এর মতো উদ্ভাবন প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে। এসব পণ্য এবার বাংলাদেশের ব্যবহারকারীদের অভিজ্ঞতার জন্য হাজির হচ্ছে এই ফ্ল্যাগশিপ স্টোরে।


স্টোরটির উদ্বোধনী আয়োজনে থাকছে জমকালো ফ্যাশন শো ও লাইভ মিউজিক পারফর্ম্যান্স। এতে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, জেফার, মিনার রহমানসহ আরও অনেক তারকা শিল্পী।
স্মার্টফোনেই এআই-এর শক্তি
কৃত্রিম বুদ্ধিমত্তায় অগ্রগতি সত্ত্বেও টেকনো স্মার্টফোন প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে আসছে। নতুন ক্যামন ৪০ সিরিজ-এ যুক্ত হয়েছে শক্তিশালী এআই ফিচার, যা দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ করে তুলছে। এই সিরিজের স্মার্টফোনগুলো ব্যবহারকারীদের জন্য হয়ে উঠেছে একটি অন-দ্য-গো এআই অ্যাসিস্ট্যান্ট।
টেকনো অফিসিয়ালরা জানান, এই ফ্ল্যাগশিপ স্টোর শুধু একটি রিটেইল আউটলেট নয়; এটি টেকনো ব্র্যান্ডের গত আট বছরের অর্জন, উদ্ভাবন এবং ভবিষ্যতের সম্ভাবনার প্রতিফলন। টেকনো এখন আর ট্রেন্ড অনুসরণ করে না, বরং নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে ট্রেন্ড তৈরি করে।