নির্বাচনী বাজেট নিয়ে সরকার কোনো কার্পণ্য করবে না: অর্থ উপদেষ্টা
২০২৫-২৬ অর্থবছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বিবেচনায় নিয়ে আগেই নির্বাচনী বাজেট তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে সরকার কোনো ধরনের কার্পণ্য করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


অর্থ উপদেষ্টা বলেন, ‘নির্বাচনী বাজেট একটি গুরুত্বপর্ণ বিষয়। সরকার চায় জনগণের প্রত্যাশা অনুযায়ী এ বাজেট বাস্তবায়িত হোক। তাই এতে কোনো কার্পণ্য করা হবে না।’
তিনি আরও জানান, বৈঠকে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং-এর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং ইউরিয়া সার কেনারও অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত কমিটি।
বৈঠক শেষে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কর্মকর্তাদের আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দর তিন দিন বন্ধ থাকলেও আমদানি-রপ্তানিতে বড় ধরনের কোনো প্রভাব পড়েনি।’
তবে আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ এখনও চলমান বলে তিনি জানান।
নৌ উপদেষ্টা আরও বলেন, চট্টগ্রাম বন্দরের পরিচালনার দায়িত্ব আগামী ছয় মাসের জন্য নতুন একটি প্রতিষ্ঠানকে দেওয়া হবে। বুধবার (২ জুলাই) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।