গুমের শিকার পারভেজের কন্যার হৃদয়বিদারক বক্তব্যে আবেগাপ্লুত তারেক রহমান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫

গুমের শিকার ছাত্রদল নেতা পারভেজের কিশোরী কন্যার হৃদয়বিদারক বক্তব্যে আবেগে আপ্লুত হয়ে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বারবার চোখের জল মুছতে দেখা যায় তাকে। মঙ্গলবার (১ জুলাই) ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত শহীদ পরিবার সম্মাননা ও ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

লন্ডন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন তারেক রহমান। এ সময় গুম হওয়া ছাত্রদল নেতা পারভেজের কিশোরী কন্যা বলেন, “আমি অনেক বছর ধরে আমার বাবাকে দেখিনি। আমার ছোট ভাই তো বাবার মুখই দেখেনি। আমাদের একটাই প্রশ্ন—আমি আর আমার ভাই কি কখনও বাবাকে জড়িয়ে ধরতে পারব না?”

এই প্রশ্নের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থলে নেমে আসে নিস্তব্ধতা। আবেগে থমকে যায় পুরো মিলনায়তন। তারেক রহমানও থমকে যান। প্রকাশ্যে কান্না ধরে রাখতে পারেননি তিনি। একাধিকবার হাতের রুমাল দিয়ে চোখের জল মুছতে দেখা যায় তাকে।

বিএনপি জানায়, গুম, হত্যা ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের প্রতি সম্মান জানাতে এই আয়োজন করা হয়। এসব পরিবারে সন্তানদের ছোটবেলা কেটেছে বাবার অনুপস্থিতিতে, কেউ কেউ জন্মই নিয়েছে বাবাকে না দেখে। পারভেজের মেয়ের মতো বহু শিশুই আজ তাদের বাবাকে ফিরে পাওয়ার অপেক্ষায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

Nagad