ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮৬

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগের সংখ্যাই সবচেয়ে বেশি—১৬৩ জন। তবে তারা সবাই বরিশাল সিটি করপোরেশনের বাইরের এলাকা থেকে এসেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪৩ জনের, আর হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৬৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র জুন মাসেই ৫ হাজার ৯৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৯ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৩০ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় ৩২৩ জন এবং ঢাকার বাইরে ৯০৭ জন।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে—জানুয়ারি: ১,১৬১ জন আক্রান্ত, মৃত্যু ১০, ফেব্রুয়ারি: ৩৭৪ জন, মৃত্যু ৩, মার্চ: ৩৩৬ জন, মৃত্যু ০, এপ্রিল: ৭০১ জন, মৃত্যু ৭, মে: ১,৭৭৩ জন, মৃত্যু ৩, জুন (১ জুলাই পর্যন্ত): ৫,৯৫১ জন, মৃত্যু ১৯।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু সংক্রমণ দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। এজন্য জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Nagad