বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে আজ, কীভাবে দেখবেন ম্যাচটি?
নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এক নতুন অধ্যায়ের সূচনা করছে বাংলাদেশ ওয়ানডে দল। আজ বুধবার (২ জুলাই) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
এই সিরিজ দিয়েই পঞ্চপাণ্ডবের পরবর্তী যুগে পা রাখছে বাংলাদেশ। দলের অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়া তরুণদের নিয়েই গড়া হয়েছে নতুন স্কোয়াড। তবে শ্রীলঙ্কার মাটিতে অতীতে খুব বেশি সাফল্য না থাকলেও, সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা আত্মবিশ্বাস যোগাতে পারে টাইগারদের।


কীভাবে দেখবেন ম্যাচটি?
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে—টি-স্পোর্টস অ্যাপ, টফি অ্যাপ,
সনি লিভ অ্যাপ–এ সাবস্ক্রিপশন নিয়ে খেলা দেখা যাবে।
টিভিতে দেখা যাবে— টিএনটি স্পোর্টস, টিএনটি স্পোর্টস ১, সনি টেন স্পোর্টস ২ এইচডি চ্যানেলেও।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: পরিসংখ্যান
এখন পর্যন্ত ৫৭টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ জয় পেয়েছে ১২টিতে, শ্রীলঙ্কা জিতেছে ৪৩টি ম্যাচ, ২টি ম্যাচ ছিল পরিত্যক্ত। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের রেকর্ড দুর্বল। ২৪ ম্যাচে জয় মাত্র ২টি।
তবে দুই দলের শেষ পাঁচ দেখায় বাংলাদেশ জিতেছে তিনটি ম্যাচে, হেরেছে দুটি। সর্বশেষ ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। সেই সাফল্যের ছায়া নিয়েই কলম্বোর মাটিতে প্রথম সিরিজ জয়ের স্বপ্ন দেখছে তরুণ টাইগার বাহিনী।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
অধিনায়ক: মেহেদী হাসান মিরাজ। দলে আছেন আরও তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।