মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের মেয়েরা
৭ বছর আগেও যাদের বিপক্ষে হজম করতে হয়েছিল ৫ গোল, আজ সেই শক্তিশালী মিয়ানমারকেই তাদের মাটিতে হারিয়ে দিল বাংলাদেশের মেয়েরা। ঋতুপর্ণা চাকমার জোড়া গোল বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল।
আজ বুধবার (২ জুলাই) ইয়াঙ্গুনে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে। এই জয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ।


প্রথমার্ধের ১৮ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ফ্রিকিক থেকে ঋতুপর্ণা চাকমার নেওয়া শট প্রতিহত হলেও ফিরতি বলে তিনি আবারও জালে পাঠান নিখুঁত শটে। ৭১ মিনিটে আবারও সেই ঋতুপর্ণা, বাম পায়ের দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন।
৮৯ মিনিটে মিয়ানমারের উইন উইনের গোলে ব্যবধান কমে এলেও জয় ধরে রাখে পিটার বাটলারের শিষ্যারা।
এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় পেলেই প্রথমবারের মতো খেলবে এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে, যা অনুষ্ঠিত হবে আগামী বছর অস্ট্রেলিয়ায়। ২০১৭ সালে ইয়াঙ্গুনেই বাংলাদেশের মেয়েরা মিয়ানমারের বিপক্ষে হেরেছিল ৫-০ গোলে। এবার সেই পরিসংখ্যান ভুলে মাঠে সাহসী ফুটবল উপহার দিলেন আফঈদা-ঋতুপর্ণারা।
আগের দুইবার বাছাই পর্বে অংশ নিয়ে ৫ ম্যাচেই হারা বাংলাদেশ এখন জয়-জয় অবস্থানে। ম্যাচে বাংলাদেশের দুই গোলই এসেছে পাহাড়ি কন্যা ঋতুপর্ণা চাকমার পা থেকে।
পরবর্তী ম্যাচ
বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান, স্থান: ইয়াঙ্গুন, তারিখ: চলতি সপ্তাহেই