একমত না হলেও বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছে: তারেক রহমান
সংস্কার প্রস্তাবনার কিছু বিষয়ের সঙ্গে একমত না হলেও গণতন্ত্র রক্ষায় বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।


তারেক রহমান বলেন, ‘সব রাজনৈতিক দলেরই নিজস্ব আদর্শ ও লক্ষ্য আছে। কিছু গণমাধ্যম বলছে, বিএনপি নাকি কোনো সংস্কার মানছে না। কিন্তু বাস্তবতা হলো—বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব বেশি, তাই আমরা অনেক বিষয়ে ছাড় দিয়েছি।’
তিনি বলেন, ‘গণতন্ত্র মানেই মতপার্থক্য থাকবে। তবে মতভেদ থাকা সত্ত্বেও একে অপরের মতামতকে সম্মান জানিয়ে সমাধানের পথে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সহনশীলতা অপরিহার্য।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় অতীতে ফ্যাসিস্টদের পতন হয়েছে। তাই জনগণের সঙ্গে সংযোগ রেখে, তাদের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে হবে।’
এ সময় তিনি আলোচনার মাধ্যমে সংকট নিরসনের ওপর গুরুত্বারোপ করেন এবং বর্তমান রাজনৈতিক প্রক্রিয়ায় বিএনপির গঠনমূলক অংশগ্রহণের কথাও তুলে ধরেন।