২৪ মে: ইতিহাসের আজকের এই দিনে বঙ্গবন্ধু
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২৪ মে ২০২২, মঙ্গলবার।
১৯৭২ সালের ২৪ মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে ঢাকায় আনা হয়। কবির অবিস্মরণীয় লেখনীর জন্যে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার চিরস্থায়ীভাবে কবিকে দান করেন ধানমন্ডির পুরাতন ২৮ নম্বার (নতুন ১৫ নম্বার) একটি দোতলা বাড়ি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে কবি কাজী নজরুল ইসলামকে দেখতে যান।


সারাদিন/২৪ মে/এমবি