আমিরাতসহ আরও তিন দেশে মাঙ্কিপক্স শনাক্ত
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতসহ আরও তিনটি দেশে ‘মাঙ্কিপক্স’ শনাক্ত হয়েছে। ইউরোপের চেক প্রজাতন্ত্র ও স্লোভেনিয়ায় প্রথমবারের মতো মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) নতুন এই তিন দেশে ভাইরাসটি শনাক্ত হওয়ার খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এর ফলে বিশ্বের ২১টি দেশে মাঙ্কিপক্সে আক্রন্ত রোগীর সন্ধান মিললো।


আরব আমিরাতের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সম্প্রতি পশ্চিম আফ্রিকা থেকে আসা এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। যেকোনো প্রাদুর্ভাব মোকাবিলায় প্রস্তুত রয়েছে আরব আমিরাতের স্বাস্থ্য বিভাগ। রোগটি শনাক্তে নজরদারি বৃদ্ধিরও ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) গ্লোবাল ইনফেকশিয়াস হ্যাজার্ড প্রিপেয়ার্ডনেস বিভাগের পরিচালক সিলভি ব্রিয়ান্ড বলেন, “মাঙ্কিপক্স নিয়ে নজরদারি বাড়াতে আমরা সবাইকে উৎসাহ দিচ্ছি। এতে করে ভাইরাসের সংক্রমণের মাত্রা কোথায় আছে এবং এটি কিভাবে এগিয়ে আসছে সে সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়।” তিনি আরও বলেন, “প্রাদুর্ভাবটি স্বাভাবিক না হলেও এটি এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব।”
আফ্রিকার বাইরে এখন পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত ও সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২৩৭ জন।
সারাদিন/২৫ মে/এমবি