কুষ্টিয়ায় ইভটিজিংয়ের মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন
কুষ্টিয়ার ভেড়ামারায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুই ভাই হত্যা মামলায় আদালত চারজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একইসঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের অর্থদণ্ডও করা হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন।


রায় ঘোষণার পর আদালতে পিপি অনুপ কুমার নন্দী সাংবাদিকদের বলেন, গত ২০১৬ সালের ২৫ এপ্রিল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করেন কয়েকজন যুবক। এতে প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা করেন বখাটেরা। পরের দিন নিহতের ভাই জাকারুল ইসলাম ভেড়ামারা থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
সারাদিন/১ ডিসেম্বর/টিআর