বিমানের সাবেক ২ কর্মকর্তা দুদকের মামলায় গ্রেফতার
বিমানে কার্গো হ্যান্ডেলিংয়ের ১১৮ কোটি টাকা আদায় না করে ক্ষতি সাধনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিনের নেতৃত্বে একটি দল তাদেরকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত দুজন হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস এন্ড মার্কেটিং বিভাগের সাবেক পরিচালক আলী আহসান বাবু ও ডিজিএম ইফতিখার হোসেন চৌধুরী। গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে দুদক জনসংযোগ বিভাগ।
জনসংযোগ বিভাগ জানায়, গ্রেফতারকৃত দুইজনসহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে বিমানের কার্গো শাখায় ১১৮ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় দুদক ঢাকা জেলা সমন্বিত কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুদক উপপরিচালক নাসিরুদ্দিন।
সারাদিন/৩ডিসেম্বর/টিআর