বানারীপাড়ায় মাহিন্দ্র-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল সাবেক সেনা সদস্যের
বরিশালে মাহিন্দ্রা পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর সাবেক এক সদস্যের মৃত্যু হয়েছে। সেই সেনা সদস্যের নাম সাইদুল ইসলাম স্বপন (৫২)।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের গাবতলা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার সত্যতা স্বিকার করেছেন বানারীপাড়া সড়কে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. আসাদ।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, মোটরসাইকেল চালিয়ে তাজুল চাখার থেকে বরিশালের দিকে আসছিলেন। পথিমধ্যে গাবতলা এলাকায় যাত্রীবাহী একটি মাহিন্দ্রার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ এখন হাসপাতাল মর্গে রয়েছে।
নিহত স্বপন বানারীপাড়ার চাখারের মাদারকাঠি এলাকার বাসিন্দা। তিনি সেনাবাহিনীতে দীর্ঘদিন চাকরি করেছেন।
সারাদিন/৩ডিসেম্বর/টিআর