চিটাগং সিনিয়ার্স ক্লাবে সেলিম প্রেসিডেন্ট আর বেলায়েত ভাইস প্রেসিডেন্ট
চট্টগ্রামের ঐতিহ্যবাহী চিটাগং সিনিয়ার্স ক্লাবে সেলিম আখতার চৌধুরী পুনরায় সভাপতি পুর্ন-নির্বাচিত হয়েছেন। আর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বেলায়েত হোসেন। গত বৃহস্পতিবার তাদের বার্ষিক নির্বাচনে এতথ্য জানানো হয়।
এছাড়াও নির্বাচনে ডা. সেলিম ,মো. আব্বাস , জি কে লালা , কামরুল হুদা ও মো. মহিউদ্দিন সদস্য নির্বাচিত হয়েছেন।


সারাদিন/৬ডিসেম্বর/আর