পিরোজপুরের ভান্ডারিয়ায় শিশুদের গাছে বেঁধে নির্যাতন, আটক ২
পিরোজপুরের ভান্ডারিয়ায় দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া যাগেছ। এই ঘটনায় তাদের প্রতিবেশী পিতা-পুত্রকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শনিবার (৭ ডিসেম্বর) ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া গ্রামে এ দুই শিশুকে মারধর করা হয়।


৯ বছর ও ১১ বছরের এ দুই শিশুকে পরে স্থানীয়রা উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এরা দুজনই পঞ্চম শ্রেণির ছাত্র।
একই দিন ওই দুই শিশুর একজনের মা থানায় মামলা করার পর পুলিশ একই গ্রামের খলিলুর রহমান (৬৫) ও তার ছেলে মেহেদী হাসানকে (২৭) গ্রেপ্তার করেছে। রোববার তাদের জেল হাজতে পাঠানো হয়।
মামলর বাদী এক শিশুর মা সাংবাদিকদের বলেন, শনিবার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের খলিলুর রহমান ও তার ছেলে মেহেদী হাসান তাদের দোকান চুরির অভিযোগ তুলে এ দুই শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভান্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, এ ঘটনায় নির্যাতিত এক শিশুর মা বাদী হয়ে শনিবার ভান্ডারিয়া থানায় ওই দুই ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছেন। পরে ভান্ডারিয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
সারাদিন/৮ ডিসেম্বর