দিশা পাটনি’র চোখ ধাঁধানো কিছু ছবি
অভিনয়ের জগতেও ইতিমধ্যেই পাকাপাকি জায়গা করে নিয়েছেন দিশা পাটনি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে তাঁর লাস্যের সাক্ষী থাকা যায়।
২০১৫ সালে লোফার নামে একটি তেলুগু ছবিতে প্রথম অভিনয় করেন দিশা।


অভিনেত্রীর সৌন্দর্য এমনই যে তার থেকে সহজে চোখ ফেরানো যায় না।
টাইগার শ্রফের সঙ্গে বেফকিরা মিউজিক ভিডিওতে কাজ করেন তিনি। এর পরেই ২০১৬-য় বলিউডে প্রথম অভিনয় দিশার।
সারাদিন/৯ডিসেম্বর