গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ক্রমেই বাড়ছে সড়কে মৃত্যুর মিছিল। এবার গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে ভজনকান্দি চালাবাজার এলাকার মনোহরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত তিনজন হলেন- উপজেলার বারিষাব ইউনিয়নের গাওরার গ্রামের শামসুল কাজীর স্ত্রী হেনা সুলতানা (৪০), তার মেয়ে মানসুরা (১২) ও শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কুশাদিয়া গ্রামের জগদীশ বর্মণের ছেলে জীবন চন্দ্র বর্মণ (৪০)।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, নিহত তিনজনই সিএনজিচালিত অটোরিকশায় করে কাপাসিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়।
সারাাদিন/১২ ডিসেম্বর/এস