ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে এগিয়ে কংগ্রেস
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে সোমবার সকাল থেকে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, ক্ষমতাসীন দল বিজেপির চেয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে কংগ্রেস জোট।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত সর্বশেষ প্রাথমিক ফলাফলে জানা যায়, ঝাড়খণ্ডের ৮১টি আসনের মধ্যে ৪১টিতেই এগিয়ে রয়েছে কংগ্রেস-জেএমএম-আরজেডি জোট। আর বিজেপি জোট এগিয়ে রয়েছে ২৯টি আসনে। অন্য়ান্যরা এগিয়ে ১০টি আসনে।


সারাদিন/২৩ ডিসেম্বর/আরএস