রোনালদোর গোলে চ্যাম্পিয়নশিপের ফাইনালে আল-নাসর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৩

আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে আল-শোরতার বিপক্ষে তার গোলে ভর করেই আল-নাসর গেল টুর্নামেন্টের ফাইনালে। পেছনের গোলদাতা সেই রোলানদো। তবে ছন্নছাড়া আল-নাসরে নিজের ঝলক দেখিয়েও শিরোপা পাননি । তবে গোছানো দল পেয়ে যেন বদলে গেলেন তিনি। টানা চার ম্যাচে করলেন চার গোল।

ফলাফল ১-০ দেখে বোঝার উপায় নেই আল-নাসরের কতটা দাপুটে ফুটবল খেলেছে মাঠে। গতকালই প্রথম রোনালদো-মানে জুটিকে দেখা গিয়েছে। দুই তারকার ক্ষুরধার ফুটবল যেন নতুন এক বার্তাই দিলো সৌদির বাকি ক্লাবগুলোকে। ইরাকি ক্লাব আল শোরতাও খেই হারালো ওই দুজনের কাছেই। যদিও কখনো নিজেদের ভুলে আবার কখনো গোলরক্ষকের দক্ষতায় হতাশ হয়েছে আল-নাসর।

বিরতির পর থেকেই শুরু হয় মানে-রোনালদো জুটির নৈপুণ্য। বামপ্রান্ত ধরে বারবার এগিয়ে যাচ্ছিল আল নাসর। অবশেষে ৭৫ মিনিটে ভাঙে ডেডলক। ডিবক্সের ভেতর সেনেগাল তারকা মানেকে ফাউল করা হলে পেনাল্টি পায় আল-নাসর। স্পটকিক থেকে আর ভুল করেননি রোনালদো। ঠাণ্ডা মাথার ফিনিশে দলকে লিড এনে দেন তিনি।

ম্যাচের বাকি সময় চেষ্টা করেও ব্যবধান বাড়ানো হয়নি তাদের। বিপরীতে লং বল খেলে বারকয়েক আক্রমণেও সফল হয়নি আল-শোরতা। শেষ পর্যন্ত তাই ১-০ গোলের জয় নিয়েই ফাইনালে পা রাখলো আল নাসর।

দল হিসেবে আল-নাসর যে শিরোপার জন্য মুখিয়ে আছে, সেটাই যেন প্রমাণ করতে চাইছে ক্লাব কর্তৃপক্ষ।

Nagad