আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের রেফারি ‘পুলিশ ইন্সপেক্টর’

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২

ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপের বাঁচা-মরার ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে লাতিন আমেরিকার আর্জেন্টিনা ও ইউরোপের দেশ পোল্যান্ড। বাংলাদেশ সময় বুধবার (৩০ নভেম্বন) রাত ১টায় কাতারের স্টেডিয়াম ৯৭৪-এ মহাগুরুত্বপূর্ণ ওই ম্যাচটি শুরু হবে।

আজকের এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ডাচ পুলিশ ইন্সপেক্টর ড্যানি মেকেলিয়ে। এই ম্যাচে ড্যানি মেকেলিয়ের সাথে সহকারী রেফারি হিসেবে থাকবেন হেসেল স্টেস্ট্রা ও ইয়ান দে ভ্রিজ। এছাড়া চতুর্থ রেফারি হিসেবে থাকবেন হন্ডুরাসের সাইদ মার্টিনেজ।

মাত্র ১৬ বছর বয়সে রেফারি হিসেবে আবির্ভূত ড্যানি মেকেলিয়ে নেদারল্যান্ডসের রটারড্যাম প্রদেশে পুলিশ ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন। এছাড়া রিয়েল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের রেফারি প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন তিনি।

২০০৯ সালে ডাচ লিগে অভিষেক হওয়া এই রেফারি এখন পর্যন্ত ৫৮৯টি ম্যাচ পরিচালনা করেছেন। এ সময়ে ১৮৫৪টি হলুদ কার্ড এবং ৭৫টি লাল কার্ড দিয়েছেন তিনি। ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ফিফার সাথে তার যাত্রা শুরু হয়।

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, ২০২০ সালের ইউরোর ফাইনালে ইংল্যান্ড ও ইতালির মধ্যকার ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি।

এদিকে, কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের হার দিয়ে শুরু করে আর্জেন্টিনা। এরপর লিওনেল মেসির নৈপুণ্যে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের একটি জয় দিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপের সেরা ১৬’তে জায়গা করে নেয়ার আশা টিকিয়ে রাখে।

Nagad

অন্যদিকে, কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্র করে ইউরোপের দেশ পোল্যান্ড। এরপর সৌদি আরবকে তারা হারায় ২-০ গোলে।

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। আর্জেন্টিনার সমান ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তিন নম্বরে সৌদি আরব। আর ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পোল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে মেক্সিকো চার নম্বরে থাকলেও তাদেরও সম্ভাবনা আছে পরের পর্বে যাওয়ারও। এমন সমীকরণ সামনে রেখে ডু অর ডাই ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির দল।

সারাদিন/৩০ নভেম্বর/এমবি