জাতীয় শিক্ষা সপ্তাহে স্বর্ণপদক পেলেন বিএম কলেজের রিফাত

বরিশাল সংবাদদাতা:বরিশাল সংবাদদাতা:
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৩

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি উপস্থিত বক্তৃতা বিষয়ে সমগ্র দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন জি এম শাহরিয়ার রিফাত।

সোমবার (১৯জুন) ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেন। তার উঠে আসা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে। তার এই রাষ্ট্রীয় পদকে ভূষিত হওয়া সমগ্র বরিশাল বিভাগের গর্ব।

তিনি পটুয়াখালী জেলাধীন, ছোট বিঘাই ইউনিয়নের একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও রিফাত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কে হারিয়ে প্রথম স্থান লাভ করে।

উল্লেখ্য এর আগেও বিগত বছর জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ প্রতিযোগিতায় তিনি একই বিষয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন তথা তিনি দুই বছর ধরে সমগ্র দেশের মধ্যে ইংরেজি উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করে আসছেন।

শাহরিয়ার রিফাত এই ইংরেজি শেখার সম্পূর্ণ প্রক্রিয়ায় অনেক বাধার সম্মুখীন হয়েছেন। তেমন কোন সুযোগ না পেলেও ইন্টারনেটের মাধ্যমে তিনি নিজের যাত্রাকে এগিয়ে নিয়েছেন এবং তুলনামূলক কম সুযোগ পেয়েও দেশ সেরা হয়েছেন। কিভাবে একজন মধ্যবিত্ত পরিবারের, গ্রামাঞ্চলের একজন শিক্ষার্থী নিজেকে সমগ্র দেশের মধ্যে তুলে ধরে গ্রামাঞ্চলের একজন অনুপ্রেরণার প্রতীক হিসেবে রূপান্তরিত হয়েছেন। তারই সাফল্যে তার পিতা মোঃ জাহাঙ্গীর আলম, মাতা রেহানা পারভীন ও ছোট ভাই রাফিদ দেশবাসীর কাছে দোয়া প্রত্যাশা করেছেন।

Nagad