ফিফোটেক পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৪

ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানের মাধ্যমে জাতীয় পর্যায়ে বেসরকারি ক্ষেত্রে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পুরস্কার পাওয়া তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ফিফোটেক পরিবারের-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে সোমবার (১৮ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারের ভিশন-২০২১ টাওয়ারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

ইফতারের আগে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন ভিশন টাওয়ারের মসজিদের ইমাম। এরপর মোনাজাত করেন। মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) সাধারণ সম্পাদক, ফিফোটেকের সিইও তৌহিদ হেসেনের উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিক, আমন্ত্রিত অতিথিসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের কর্মীরা অংশ নেন।

এর আগে বিকেলে ভিশন টাওয়ারের নিচ তলায় ১ম রোজা থেকে গরীব দুস্থদের মাঝে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেন। এই কার্যক্রম চলবে শেষ রমজান পর্যন্ত বলেও জানান মানবতার ফেরিওয়ালা খ্যাত-ফিফোটেকের প্রধান নির্বাহী তৌহিদ হোসেন।

অনুষ্ঠানে তিনি বলেন-ফিফোটেকের শর্ট নোটিশের আমন্ত্রণের সবার উপস্থিতি প্রমাণ করেছেন আপনারা আমাদের প্রতিষ্ঠান সহ আমাকে অনেক ভালোবাসেন। একদম ঘরোয়া পরিবেশে-নিজেরে রেস্তোরায় তৈরি সব খাবারের আয়োজন করেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে।

Nagad

এ সময় তৌহিদ হোসেন বলেন-আমরা যে খাবারটি খেয়েছি; সেই একই খাবার গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। ১ম রোজা থেকে শুরু হয়েছে। সবার সহযোগিতায় প্রতিনিয়ত রোজাদারদের সংখ্যা বাড়ছে। যা শেষ রোজা পর্যন্ত দুস্তদের মাঝে ইফতার দেওয়া অব্যহত থাকবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরাও বক্তব্য রাখেন।

এ সময় ফিফোটেকের সকল কর্মকর্তা-কর্মচারীসহ সবার উপস্থিতে ইফতার ও দোয়া মাহফিলটি পরিপূর্ণ হয়ে ওঠে।

সারাদিন. ১৯ মার্চ. আরএ