বাসচাপায় শিক্ষার্থী নিহত: ভিক্টর বাসের চালক ও হেলপার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৩

রাজধানীতে বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নাদিয়া নিহতের ঘটনায় ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে বাড্ডার আনন্দনগর এলাকায় সার্জেন্ট টাওয়ারের পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার রাতে ভাটারা থানায় বাসের অজ্ঞাত পরিচয় চালক ও হেলপারকে আসামি করে মামলা করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম। মামলা নং ৪৬। গ্রেপ্তারকৃতরা হলেন- চালক মো. লিটন ও হেলপার মো. আবুল খায়ের। তাদের দুজনের বাড়ি ভোলায়।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।

পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটে ঘাতক ভিক্টর পরিবহন বাসের চালক মোঃ লিটন (৩৮) এবং, সেই বাসের হেলপার মোঃ আবুল খায়েরকে (২২) আনন্দনগর সার্জেন্ট টাওয়ারের পেছন থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে, ভিক্টর পরিবহনের ঘাতক বাস ‘ঢাকা মেট্রো ব ১৫-৩১৯০’ জব্দ করা হয়েছে। উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত রোববার রাজধানীতে ভিক্টর বাসের ধাক্কায় নাদিয়া নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রগতি সরণিতে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। ভিক্টর পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ছিটকে বাসের তলায় পড়ে যান তিনি। বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নাদিয়া।

এ ঘটনায় দুই ঘণ্টা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন তার সহপাঠীরা।

Nagad