বিপ্লব বড়ুয়া আবারও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় আনন্দ মিছিল

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৪

চট্টগ্রামের কৃতিসন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী পদে পুনরায় নিয়োগ পেয়েছেন। তিনি পুনরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় তাঁর নিজ গ্রাম সাতকানিয়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ।

রোববার (২৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে বিপ্লব বড়ুয়ার পুনরায় নিয়োগ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া পুনরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত হওয়ার খবরে আনন্দে ভাসছে সাতকানিয়া-লোহাগাড়া।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৪ টায় সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল উপজেলার কেরানীহাট হতে রাস্তার মাথা পর্যন্ত প্রদক্ষিণ করে। এই মিছিলে যোগ দেন সাতকানিয়ার ১৭ ইউনিয়নের শতশত নেতাকর্মী। মিছিল শেষে কেরানীহাট হক টাওয়ার চত্বরে এক আনন্দ সমাবেশ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এত প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবাইর। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আলম , সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ, কেওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. ওচমান আলী, ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু, সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, ছদাহা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম দুলু, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌরসভা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. ইদ্রিস, সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান, ছাত্রনেতা জমির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে দ্বিতীয় মেয়াদে বিশেষ সহকারী নিযুক্ত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উন্নত দেশ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Nagad