ব্রাজিল টিমে ইনজুরির হানা: এবার ছিটকে গেলো গ্যাব্রিয়েল, টেলেস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২২

গ্রুপপর্বের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েছিলেন নেইমার জুনিয়র ও দানিলো। খেলতে পারেননি পরবর্তী দুই ম্যাচ। যদিও তারা বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেছেন তা বলা হচ্ছে না। ব্রাজিল দল চেষ্টা করছে, পরের যে কোনো রাউন্ডে তাদের ফিরিয়ে আনার। কিন্তু এরই মধ্যে নতুন খবর। ইনজুরিতে পড়ে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েছেন ব্রাজিলের আরও দুই তারকা। তারা হলেন ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস এবং ডিফেন্ডার অ্যালেক্স টেলেস। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডে নামার আগেই বড় ধাক্কা খেলো ব্রাজিল।

শুক্রবার (২ ডিসেম্বর) রাতে কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপে লুসাইল স্টেডিয়ামে ক্যামেরুনের বিপক্ষে ১-০ ব্যবধানে হারে ব্রাজিল। আফ্রিকান দেশটির হয়ে শেষ মুহূর্তে গিয়ে একমাত্র গোলটি করেন ভিনসেন্ট আবু বাকার। সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হন আলেক্স তেলেস। প্রতিপক্ষ ফুটবলারের ফাউলের শিকার হয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। পরে জানা যায়, আলেক্স তেলেসের চোট আরও ভয়াবহ।

অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে তাকে। যে কারণে আসর থেকে ছিটকে গেলেন তিনিও। ফলে ব্রাজিলের এখন লেফট-ব্যাক কেবল আলেক্স সান্দ্রোই রয়েছেন। যদিও শেষ ষোলোতে পুরোপুরি ঠিক হওয়ার কথা তার। তবে ইনজুরি থেকে ফিরে তিনি মাঠে কতটুকু সময় দিতে পারবেন সেটিই এখন দেখার বিষয়।

সারাদিন. ৩ ডিসেম্ব. এআ