রাঙ্গামাটিতে ধর্ষণ চেষ্টার মামলায় একজনের ১০ বছরের কারাদন্ড

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২২

জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ চেষ্টার মামলায় শরৎ তঞ্চঙ্গ্যা (সুমন) নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ৩লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানাগেছে,আসামী শরৎ তঞ্চঙ্গ্যা ওরফে সুমন তঞ্চঙ্গ্যা ২০২১ সালের ১২ এপ্রিল প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার সময় আসামী ভুক্তভোগীর গলায় ওড়না পেচিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে তার হাতে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়। তার আত্মচিৎকারে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে উপস্থিত হলে আসামী দৌড়ে পালিয়ে যায়।

পরে ২০২১ সালের ১৩ এপ্রিল থানায় ধর্ষণ চেষ্টার একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ শেষে আসামী দোষী সাব্যস্ত হয়। রায়ে তাকে ১০ বছর সশ্রম কারাদন্ড এবং ৩ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়। আদালতের রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছে।