চট্টগ্রামে দুর্গম পাহাড়ে অস্ত্রের কারখানায় র‌্যাবের অভিযান

চট্টগ্রাম সংবাদদাতাচট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২

সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে গড়ে ওঠা একটি অস্ত্রের কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)।

বুধবার (৩১ আগস্ট) ভোরে বাঁশখালী উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-৭। এ সময় অস্ত্র তৈরির কারিগর জাকির হোসেনকে আটক করা হয়েছে।

এদিন সকাল ১১টায় র‌্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার গণমাধ্যমকে এইসব তথ্য নিশ্চিত করেছেন।

বাঁশখালীতে র‌্যাবের এই অভিযানে ১০টি বিভিন্ন ধরনের অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, আজ (৩১ আগস্ট) বুধবার ভোরে বাঁশখালী উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। পরে কারখানাটিতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়। এ সময় জাকির হোসেন নামেক একজনকে আটক করা।

তবে এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Nagad

সারাদিন/৩১ আগস্ট/এমবি