১৭ বছর পর পাকিস্তান সফরে ইংল্যান্ড, অধিনায়ক মঈন আলী

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২

সংগৃহীত

১৭ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে ইংল্যান্ড। সীমিত ওভারে ইংল্যান্ডের পূর্ণকালীন অধিনায়ক জস বাটলার ইনজুরিতে পড়ায় সেই সফরে ইংলিশদের নেতৃত্ব দিতে চলেছেন মঈন আলী।

গত সপ্তাহে কাফ মাসলে চোটের কারণে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট থেকেই ছিটকে যান ইংলিশ অধিনায়ক জস বাটলার। তাই ইংল্যান্ডকে নতুন অধিনায়ক নিয়েই পাকিস্তান সফরে যেতে হচ্ছে।

ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের নির্ধারিত শেষ দিনের দু’দিন পরেই আগামী ১৪ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে ইংল্যান্ড দলের। এরপর ২০ সেপ্টেম্বর করাচিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ইংলিশরা।

২০০৫ সালের পর এই প্রথমবার ইংল্যান্ডের কোনও সিনিয়র পুরুষ দল পাকিস্তান সফর করছে। নিরাপত্তার কারণে পাকিস্তানে এতদিন সফরে যেতে সাহস করেনি ইংলিশরা।

সারাদিন/৩১ আগস্ট/এমবি

Nagad