অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ইতিহাস গড়লো জিম্বাবুয়ে
১৮ বছরের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরের সুযোগ পেল জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সুযোগ পেয়েই বাজিমাত করেছে আফ্রিকার দলটি। অজিদের বিপক্ষে তাদের মাঠে গিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে।
অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় জিম্বাবুয়ে। তার আগে বাংলাদেশের বিপক্ষে অভাবনীয় সাফল্য পেয়েছিল জিম্বাবুইয়ানরা। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। এবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের একটি জিতে নিয়েছে রেগিস চাকাভার দল।
শনিবার (০৩ সেপ্টেম্বর) টাউনসিলভির টনি আইল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচে অল্প রান তাড়া করে ৩ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে।
অস্ট্রেলিয়ার মাটিতে রায়ার্ন বার্লের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফারে অজিদের মাত্র ১৪১ রানে গুড়িয়ে দিয়ে ঐতিহাসিক এক জয় তুলে নিল জিম্বাবুইয়ান শিবির।
জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে জয়ের কীর্তি গড়লো রাজা-চাকাভা-রায়ান বার্লরা। এই জয়ের মধ্য দিয়ে ২৯ বছরের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩য় ওয়ানডে জিতলো জিম্বাবুয়ে। এরমধ্যে ১৯৮৩ সালে প্রথম জয়ের পর। দ্বিতীয় জয় পেয়েছিল ২১ বছর পর ২০১৪ সালে।
এবার আরও ৮ বছর পর অজিদের মাটিতেই পেল তৃতীয় জয়। এতে করে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করেছে রোডেশীয়রা।
শনিবার (০৩ সেপ্টেম্বর) বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে অজিদের ১৪১ রানে গুটিয়ে দেয় রেজিস চাকাভার দল। ছোট রানের লক্ষ্যে ৬৬ বল হাতে রেখে ৩ উইকেটে জয় পেয়েছে জিম্বাবুয়ে।
অজিদের ব্যাটিং বিপর্যয়ের দিনে শুধু ডেভিড ওয়ার্নারকেই দেখা যায় সাবলীল ব্যাট চালাতে। ১৪১ রানের পুঁজির মধ্যে ওয়ার্নার একাই করেন ৯৪ রান। তিনি ৯৬ বল খেলে ১৪টি চার ও ২ ছক্কায় এ রান করেন। বাকিদের আসা-যাওয়ার মাঠে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ২২ বলে ১৯ রান। এ ছাড়া কেউই ৫ রানের বেশি করতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৩১ ওভারে ১৪১ (ওয়ার্নার ৯৪, ফিঞ্চ ৫, স্মিথ ১, কেয়ারি ৪, স্টয়নিস ৩, গ্রিন ৩, ম্যাক্সওয়েল ১৯, অ্যাগার ০, স্টার্ক ২, জ্যাম্পা ১*, হেইজেলউড ০; এনগারাভা ৬-১-২৭-১, নিয়াউচি ৬-৩-১৫-১, ইভান্স ৬-১-৩৫-২, উইলিয়ামস ৬-০-৩৬-১, রাজা ৪-০-১৫-০, বার্ল ৩-০-১০-৫)।
জিম্বাবুয়ে: ৩৯ ওভারে ১৪২/৭ (কাইটানো ১৯, মারুমানি ২৫, মাধেভেরে ২, উইলিয়ামস ০, রাজা ৮, চাকাভা ৩৭*, মুনিয়োঙ্গা ১৭, বার্ল ১১, ইভান্স ২*; স্টার্ক ৮-০-৩৩-১, হেইজেলউড ১০-২-৩০-৩, গ্রিন ৬-০-১৭-১, স্টয়নিস ২-০-৬-১, জ্যাম্পা ৮-০-৩২-০, অ্যাগার ৫-০-১৬-১)।
ফল: জিম্বাবুয়ে ৩ উইকেটে উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: রায়ান বার্ল।
ম্যান অব দা সিরিজি: অ্যাডাম জ্যাম্পা।
সারাদিন/০৩ সেপ্টেম্বর/এমবি