হায়দরাবাদের প্রধান কোচ হলেন ব্রায়ান লারা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২

সংগ্রহীত

বাজে সময় থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন কোচ খুঁজে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারার কাঁধে প্রধান কোচের দায়িত্ব তুলে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই দলটি।

শনিবার (০৩ সেপ্টেম্বর) প্রধান কোচ হিসেবে ব্রায়ান লারার নাম ঘোষণা করেছে সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলের সবশেষ আসরেও হায়দরাবাদের কোচিং স্টাফে ছিলেন লারা। দলটির স্ট্র্যাটেজিক পরামর্শক ও ব্যাটিং কোচ ছিলেন তিনি। প্রথমবারের মতো কোনও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হলেন তিনি। টম মুডির স্থলাভিষিক্ত হলেন ব্রায়ান লারা।

শনিবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, মুডি ও হায়দরাবাদের মধ্যে সমঝোতার ভিত্তিতেই তাদের চুক্তিটি বাতিল করা হয়েছে।

টম মুডির কোচের পদ হারানোর কারণ অবশ্য শুধু ২০২২ সালের আইপিএলে হায়দরাবাদের ভালো খেলতে না পারা নয়। অস্ট্রেলিয়ান এই কোচ সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির দল ডেসার্ট ভাইপার্সের ক্রিকেট পরিচালক হয়েছেন।

সারাদিন/০৩ সেপ্টেম্বর/এমবি

Nagad