রানি এলিজাবেথের মৃত্যু, বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২২

ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদী শাসক রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) মারা গেছেন । তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শোক ঘোষণা করেন।

জানা যায়, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শুক্র, শনি ও রোববার এই তিন দিন শোক পালন করা হবে। এ সময় সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। যুক্তরাজ্যের সংসদ সদস্যরা শুক্রবার (৯ সেপ্টেম্বর) হাউস অব কমন্সে রানিকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। তারা মধ্যাহ্ন থেকে অধিবেশনে যোগ দিবেন। যা স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত স্থায়ী হবে। এর পরদিন শনিবারও অধিবেশন বসবে। ব্রিটেনে সাধারণত শনিবার অধিবেশন বসে না। এদিন সিনিয়র সংসদ সদস্যরা রাজা তৃতীয় চার্লসের কাছে শপথ নিবেন।