জয়পুরহাটে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার ১
জয়পুরহাট সদর উপজেলায় সাত বছরের একটি শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় নাজমুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ সেপ্টেম্বর) সকাল দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। শিশুটির বাবা বাদী হয়ে মামলাটি করেন।
গ্রেপ্তারকৃত নাজমুল হক উপজেলার ধলাহার ইউনিয়নের ভানাই কুশালিয়া গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে।
মামলায় অভিযোগ করা হয়েছে, তার (বাদীর) শিশুকন্যাকে নাজমুল কৌশলে আড়ালে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে ভিকটিম সেখান থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি অন্য কাউকে না বলতে ভয়ও দেখান নাজমুল। এরপর শিশুটির সাথে আবার একই আচরণ করলে বিষয়টি জানাজানি হয়।
এই ঘটনায় রোববার (১১ সেপ্টেম্বর) শিশুটির বাবা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। পরে দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠায়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, বার বার ধর্ষণের চেষ্টার অভিযোগে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সারাদিন/১১ সেপ্টেম্বর/এমবি