২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তের রেকর্ড, একজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে জানানো হয়েছে, সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৩৯৫ জন। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ৩১১ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজন মারা গেছেন। এ নিয়ে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়াল।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৯৪ জন ভর্তি হয়েছেন। এছাড়াও ঢাকার বাইরে ১০১ জন ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৩১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৭১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ০১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ১০ হাজার ২৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮ হাজার ৮৮১ জন। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে।
সারাদিন/১৫ সেপ্টেম্বর/এমবি