লেভার পায়ের জাদু চলছেই, জোড়া গোলে বার্সার জয়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২

চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে হারের শোক কাটিয়ে জয়ে ফিরল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচে রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে কাতালানরা ৩-০ ব্যবধানে হারিয়েছে এলচেকে। এই জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে উঠে এলো জাভি হার্নান্দেসের দল।

ওই জয়ে জোড়া গোল করেছেন বায়ার্ন থেকে বার্সায় আসা পোলিশ স্ট্রাইকার লেভা। দুই গোলে সহায়তা দিয়েছেন ১৮ বছর বয়সী লেফট ব্যাক বালদে। ক্যাম্প ন্যুতে ম্যাচ শুরু হতেই ধাক্কা খায় এলচে। সেন্ট্রাল ডিফেন্ডার গঞ্জালো ভার্দু ১৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। লেভাকে বক্সের বাইরে ফাউল করে পরিষ্কার গোল থেকে বঞ্চিত করেন এলচে অধিনায়ক। কার্ড দিতে ভুল করেননি রেফারি।

৩৪তম মিনিটে লেভা বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিপাই। মিনিটে দুয়েক পর বল জালে জড়িয়েছিলেন পেদ্রিও। কিন্তু ভিএআরে বাতিল হয়ে গেছে তার গোল। বিরতির পর শুরুতে আবার গোল করেন পোলিশ স্ট্রাইকার লেভা।

ছয় ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ১৬। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ১৫।