সাফের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-নেপাল, দেখুন ‘টি স্পোর্টসে’

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২

সংগৃহীত

নারীদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ বিকেলে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও নেপাল। বাংলাদেশ সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টায় কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামছে দুই দল।

বাংলাদেশ ও নেপালের মধ্যকার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি সরাসরি দেখা যাবে দেশের একমাত্র খেলাধুলাভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘টি স্পোর্টস’-এ।

নেপালের কাঠমান্ডুতে চলমান নারী সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) সরবরাহকৃত লাইভ স্ট্রিমিং লিংকের মাধ্যমে দেখা গেছে সেমিফাইনাল পর্যন্ত।

তবে এবার ফাইনাল ম্যাচটি সরাসরি দেখানোর ঘোষণা দিয়েছে ‘টি স্পোর্টস’। তারা লিখেছে, “সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ ফাইনাল বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটি সরাসরি দেখবেন আজ বিকেল ৫:১৫ টায় শুধুমাত্র টি স্পোর্টসের পর্দায়।”

সাফের ফাইনাল ম্যাচে বাংলাদেশ ও নেপাল দুই দলের সামনেই ইতিহাস গড়ার হাতছানি। যারাই এই ম্যাচে জিতবে তারাই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপে।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে নেপাল। আগের তিন ম্যাচের তিনটিতেই বাংলাদেশকে হারিয়েছে তারা। তবে চলতি সাফে দুর্দান্ত ফর্মে রয়েছে সাবিনা খাতুনের দল। ফাইনালে ওঠার পথে চার ম্যাচে ২০টি গোল করেছে তারা। বিপরীতে হজম করেনি একটিও।

Nagad

তাই এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নিয়েই ফাইনালে মাঠে নামবেন বাংলাদেশ নারী ফুটবলাররা।

সারাদিন/১৯ সেপ্টেম্বর/এমবি