যশোর বোর্ডে স্থগিত এসএসসি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২

সংগৃহীত

ভুল প্রশ্নপত্র বিতরণের কারণে যশোর শিক্ষাবোর্ডের স্থগিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসির বাংলা দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা ১১টায় এই পরীক্ষার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: আহসান হাবীব স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গত শনিবার (১৭ সেপ্টেম্বর) বাংলা দ্বিতীয় পত্রের শুধুমাত্র সৃজনশীল (CQ) অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগের দিন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বহুনির্বাচনী অংশের পরীক্ষা স্থগিত করা হয়।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় নড়াইলের কালিয়া উপজেলার প্যারীশংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে প্রথমপত্রের বদলে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ করা হয়। এছাড়া উপজেলার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজ ও ইতনা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খুলে বাংলা দ্বিতীয়পত্রের বহুনির্বাচনি প্রশ্নপত্র পাওয়া যায়। এসব ঘটনার প্রেক্ষিতে বাংলা দ্বিতীয়পত্রের এমসিকিউ অংশের পরীক্ষা স্থগিত করা হয়।

উল্লেখ্য, চলতি বছর মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। দুই ঘণ্টার এই পরীক্ষায় এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।

সারাদিন/২০ সেপ্টেম্বর/এমবি

Nagad