ভরণপোষণ চেয়ে ছেলের বিরুদ্ধে মায়ের আদালতে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২

ঠাকুরগাঁওয়ে ভরণপোষণ ও স্বামীর সম্পদের সঠিক বণ্টন চেয়ে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী। বিচারক মামলাটি আমলে নিয়ে ছেলেকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন।

বাদী রোকেয়া আক্তার ও ছেলে রফিকুল ইসলাম উভয়েই সদর উপজেলার সিঙ্গিয়ার কলনিপাড়া এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, রোকেয়া ১৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁও মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। পরে সোমবার বিচারক নিত্য়ানন্দ রায় মামলাটি আমলে নিয়ে ছেলে রফিকুল ইসলামকে গ্রেপ্তারের আদেশ দেন।

এদিন রোকেয়া আদালতে বলেন, ‘আমার দুই ছেলে ও তিন মেয়ে। আমার স্বামী আবু তাহের অনেক সম্পদের মালিক ছিলেন। তবে ২০১৫ সালে স্বামী মারা যাওয়ার পর থেকেই আমার কষ্টের জীবন শুরু হয়। সন্তানেরা ঠিকমতো ভরণপোষণ দিচ্ছিল না। ২০২১ সালে প্রতারণার আশ্রয় নিয়ে ভুয়া ওয়ারিশ সার্টিফিকেট বানায় বড় সন্তান রফিকুল। সেখানে সে বাকি সন্তানদের বাদ দিয়ে নিজেকে তাহেরের একমাত্র সন্তান উল্লেখ করে। এরপর থেকেই আমাকে ভরণপোষণ দেয়া পুরোপুরি বন্ধ করে দেয়।’

রোকেয়ার অভিযোগ, বারবার তাকে নিজের স্বামীর বাড়ি থেকে বের করে দেয়ার হুমকি দিতে থাকেন রফিকুল। বাবার সম্পদের ভাগ নিয়ে ঝামেলা থাকায় অন্য সন্তানেরাও মুখ ফিরিয়ে নেন। এতদিন জমানো টাকা খরচ করে চললেও এখন সেটিও শেষ। পরে উপায় না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

রোকেয়া আক্তারের ছোট ছেলে রেজাউল করিম বলেন, ‘বাবা প্রচুর সম্পদ রেখে গেছেন। আমি ঢাকায় চাকরি করায় পিতার সম্পদে আমার অংশ মা ও ভাইয়ের তত্ত্বাবধানে রেখে যাই। তবে এখন জানতে পারি ভুয়া সনদ বানিয়ে আমার ভাই সব সম্পদের মালিকানা নিতে চাইছে। মায়ের কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।’

Nagad

মামলার আসামি বড় ছেলে রফিকুল ইসলাম পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দীক হোসেন বলেন, ‘মায়ের করা মামলায় বড় ছেলে রফিকুল পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। মামলার তদন্ত চলছে।’