রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৫
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ। আজ শুক্রবার ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরের ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নয় হাজার ১৭৮টি ইয়াবা, ৩১৩ দশমিক চার গ্রাম হেরোইন ও ১৫ কেজি ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয় বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।