দিনদুপুরে সন্ধানী ইনস্যুরেন্স ও প্রবাসীর বাসায় চুরি টাকা ও স্বর্ণালংকার
বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডে’র মিজানুর রহমানের চারতলা ভবনের তিনতলার ভাড়াটিয়া সন্ধানী লাইফ ইনস্যুরেন্স ও এক প্রবাসীর বাসায় দিনদুপুরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০ পরে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের তালা ভেঙে ভিতরে ঢুকে স্টিলের আলমারি ও আসবাবপত্র ভেঙে এসময় ৮০/৯০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তা জাহিদ হোসেন।
এছাড়াও একই ভবনের পার্শ্ববর্তী ফ্লাটের প্রবাসীর স্ত্রী ফারজানা সকাল ১০ টার দিকে জরুরী প্রয়োজনে বাসা থেকে বের হয়ে বেলা দুইটার দিকে বাসায় ফিরে দরজার তালা ভাঙ্গা দেখতে পেয়ে ভিতরে প্রবেশ করে দেখেন স্টিলের আলমারি ও আসবাবপত্র খোলা এবং ছড়ানো ছিটানো। এসময়ে বাসা থেকে ৫/৬ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা চুরি হয়েছে বলে প্রবাসীর স্ত্রী জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।