বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘হাওয়া’

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২

সংগৃহীত

এবার ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) লড়াই করতে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘হাওয়া’ সিনেমা। অস্কারের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সিনেমাটি।

অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বললেন, “এ বছর অস্কারে যাওয়ার জন্য দুটি সিনেমা জমা পড়েছিলো। এগুলো হলো ‘কুড়া পক্ষীর শূন্যে ওড়া’ ও ‘হাওয়া’। এর মধ্য থেকে ‘হাওয়া’কে বেছে নিয়েছেন জুরি বোর্ডের সদস্যরা।”

‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনও গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতি বছরই বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানো হচ্ছে। যদিও এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও অর্জনের দেখা পায়নি দেশের সিনেমা। সেই অপূর্ণতার গল্পটা কি ‘হাওয়া’র মাধ্যমে সমাপ্ত হবে? উত্তরের অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

৯৫তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি ২০২৩ সালের ১২ মার্চ অনুষ্ঠিত হবে। আয়োজনে যথারীতি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।

Nagad

সারাদিন/২৫ সেপ্টেম্বর/এমবি