তফসিল ঘোষণা: সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সোমবার (২৬ সেপ্টেম্বর) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর সোমবার, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর বুধবার ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর বুধবার। মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ থেকে ১৫ অক্টোবর এবং আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ অক্টোবর।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ১২ সেপ্টেম্বর রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন।

Nagad