আর বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে চান না নিগার সুলতানারা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২২

সংগৃহীত

সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। গত নারী ওয়ানডে বিশ্বকাপ খেলার মাধ্যমে বাংলাদেশ নারী দল আইসিসি’র ফিউচার ট্যুর প্ল্যানে (এফটিপি) ঢুকে পড়েছে। এখন বেড়েছে দ্বিপাক্ষিক সিরিজ, বড় দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলা।

টাইগ্রেস দলপতির বিশ্বাস এর ফলে ম্যাচ খেলে র‍্যাংকিং উন্নতি করে বাছাইপর্ব এড়ানোর সুযোগ পাচ্ছেন নিগার সুলতানা জ্যোতির দল। তাই এই পর্বে আর খেলতে চান না টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।

দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে দলের অধিনায়ক নিগার সুলতানা বলেন, “আমরা কিন্তু যাওয়ার আগেই বলে গিয়েছিলাম আমরা আর কোয়ালিফাই (বাছাই পর্ব) খেলতে চাই না। যেহেতু আমরা এফটিপিতে আছি তাই বাইরের টি-টোয়েন্টি সিরিজ গুলো খেলব। তাই আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই সিরিজ নেওয়ার এবং জেতার। এর ফলে আমরা যদি র‍্যাংকিংয়ে এগিয়ে যেতে পারি আমাদেরকে আর কোয়ালিফাই খেলতে হচ্ছে না। আশা করছি এই পরিকল্পনায় আমাদের ক্রিকেট বোর্ড এগোচ্ছে এবং আমরাও সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি।”

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ সাফল্যের পথে সমানতালে অবদান রেখেছে দলের সিনিয়র ও জুনিয়র ক্রিকেটাররা। এ নিয়ে খুশি বাংলাদেশ দলের অধিনায়ক। আগামী বিশ্বকাপ কাদের জন্য শেষ, ওই সিদ্ধান্তকে ব্যক্তিগত বলছেন তিনি।

নিগার সুলতানা জ্যোতি বলেন, “প্রথমত এটা কিন্তু বলা যায় না যে এটা কার শেষ বিশ্বকাপ। এখানে অনেক সময় খেলোয়াড়দের ব্যক্তিগত একটা সিদ্ধান্ত থাকে। এখানে যারা সিনিয়র খেলোয়াড় আছেন তারা কিন্তু ভালো পারফর্ম করে দলের জন্য খেলে যাচ্ছেন। বিশেষ করে আমি যদি বলি রুমানা আহমেদ প্লেয়ার অব দ্য ফাইনাল হয়েছেন।”

Nagad

নিগার সুলতানা আরও বলেন, “সালমা আপু কিন্তু ধারাবাহিকভাবে দলের জন্য ভালো বল করে যাচ্ছেন। তাই আমি বলবো সিনিয়ররাই কিন্তু একটা ভীত করে দিয়ে যাচ্ছেন। তাদের হাত ধরেই কিন্তু জুনিয়ররা উঠে আসছে তারাও কিন্তু ভালো পারফরম্যান্স করছে।”

বাংলাদেশ নারী ক্রিকেট দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহালি আক্তার।

সারাদিন/২৭ সেপ্টেম্বর/এমবি