প্রাথমিকের শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২

সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একই উপজেলার মধ্যে বদলিতে অনলাইনে আবেদনের সময় বাড়িয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ০৬ অক্টোবর পর্যন্ত বদলির আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি এবং অপারেশন) মনীষ চাকমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বদলির আবেদনের সময়সীমা ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে আগামী ০৬ অক্টোবর পর্যন্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিপত্র অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একই উপজেলার মধ্যে অনলাইনে বদলি কার্যক্রম চালু হয়। ওই পরিপত্র অনুযায়ী আবেদনের শেষ সময় ছিল ৩০ সেপ্টেম্বর, তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আবেদনের সময় ০৬ অক্টোবর পর্যন্ত করা হয়।

সারাদিন/২৯ সেপ্টেম্বর/এমবি

Nagad