গলাচিপায় ৭লাখ টাকার বেহন্তিবজাল জব্দ পুড়িয়ে বিনষ্ট
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বুড়া গৌরঙ্গ নদীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি বেহন্তি জাল জব্দ করেছে মোবাইল কোর্ট। উলানিয়া বন্দর ব্রিজ সংলগ্ন এলাকায় জনসাধারণের সম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় বুধবার রাত সারে দশটায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মো: মহিউদ্দিন আল হেলাল এর উদ্যোগে ও নেতৃত্বে অবৈধ জালের বিরদ্ধে গলাচিপা ও দশমিনা উপজেলার সীমানা এলাকায় মোবাইল কোট পরিচালনা করা হয়।
মো: নাজমূল হাসান মেরিন ফিশারিজ অফিসার দশমিনা, মেরিন ফিশারিজ অফিসার আ: কুদ্দুস গলাচিপা এর সহযোগিতায় একটি স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে বুধবার শেষ বেলায় উলানিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় বুড়া গৌরঙ্গ নদীতে থেকে এ সব বিপুল পরিমাণ বেহন্তি জাল উদ্ধার করা হয়। মৎস্য অধিদপ্তরের হিসেব মতে এ সব জালের আনুমানিক মূল্য ৬- ৭লাখ টাকা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মো: মহিউদ্দিন আল হেলাল (চলতি দায়িত্ব) জানান, এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।