সাভার স্মৃতিসৌধে গাছ পড়ে দর্শনার্থীর মৃত্যু, আহত ২

সাভার (ঢাকা) প্রতিনিধি:সাভার (ঢাকা) প্রতিনিধি:
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২২

সাভারের জাতীয় স্মৃতিসৌধে গাছ উপড়ে মাথায় পড়ে সাইমুন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় এক শিশু ও এক নারী আহত হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে সাইমুন এর মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে স্মৃতিসৌধের ভিতরে সিগনেচার পয়েন্টের পাশে এই দুর্ঘটনা ঘটে।এসময় আহতদের উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার হয়, সেখান থেকে সাইমুনকে ঢাকায় রের্ফাড করা হয়।

নিহত সাইমুন চাঁদপুর জেলার নিচ্চিনপুর এলাকার শাহজাহানের ছেলে। তবে তিনি গাজীপুরের মৌচাকে থাকতেন বলে জানা যায়।

আহত শিশু তূর্য ও নারী নাজমুন নাহারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, স্মৃতিসৌধের সারিবদ্ধ বড় বড় গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন দর্শনার্থী। ধারণা করা হচ্ছে এ সময় মাটি নরম থাকায় গাছটি উপড়ে তাদের ওপরে পড়ে যায়। এতে এক শিশু সহ তিনজন আহত হয়।

Nagad

তিনি আরও বলেন, আহতদের মধ্যে একজন নিউরোসায়েন্স হাসপাতালে মারা গেছে। বাকি দুই জনকে আহত অবস্থায় গণ স্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যায় পরিবার। আর আহত নারীকে তার পরিবার ঢাকা মেডিকেলে নিয়ে যায়। তবে তার অবস্থা গুরুতর নয় বলেও তিনি জানান।