টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৬
টাঙ্গাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন প্রায় ৪০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
তিনি জানান, এরই মধ্যে হাইওয়ে পুলিশ ও বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশসহ আশপাশের থানার পুলিশ সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছেন। এখন পর্যন্ত দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা যায়নি।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু সেতুপূর্ব পার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বাস ও উত্তরবঙ্গগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়। তবে এ ঘটনায় প্রায় ৪০ জন আহত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল করে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী লেন থেকে উত্তরবঙ্গগামী লেনে উল্টে গিয়ে একটি মাইক্রোবাসের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। এখনও উদ্ধার কার্যক্রম চলছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে আরও বেশ কয়েকজন মুমূর্ষু অবস্থায় রয়েছে। হতাহতের পরিমাণ আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের মরদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা হেফাজতে রাখা হয়েছে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।