দেশে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২২

Saradin.news

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও ৭১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের এই তথ্য পাওয়া গেছে। এ সময়ে মারা গেছে তিনজন। এ নিয়ে সারা দেশে এ বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়াল দুই হাজার ৪১৬ জনে, আর মৃত্যু হয়েছে ৬৭ জনের।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ঢাকার বাসিন্দা ৪৯৯ এবং ঢাকার বাইরের ২১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ২০ হাজার ২৩৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ৭৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু নিয়ে এ বছর মোট মৃত্যু হয়েছে ৬৭ জনে। এর মধ্যে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ২১ জুন।

Nagad