পাম অয়েলের দাম লিটারে ৮ টাকা কমেছে
বাণিজ্য মন্ত্রণালয় খোলা পাম সুপার অয়েল, পরিশোধিত খোলা চিনি এবং পরিশোধিত প্যাকেট চিনির নতুন মূল্য নির্ধারণ করেছে।
বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের সুপারিশের পাশাপাশি আন্তর্জাতিক বাজার মূল্য এবং স্থানীয় উৎপাদন খরচ বিবেচনা করে মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে বলে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি কেজি পরিশোধিত প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৯৫ টাকা, প্রতি কেজি পরিশোধিত খোলা চিনির দাম ৯০ টাকা এবং খোলা পাম সুপার অয়েল প্রতি লিটার হবে ১২৫ টাকা।
নতুন দাম নির্ধারণের আগে, খুচরা পর্যায়ে পাম সুপার অয়েল প্রতি লিটার ১৩৩ টাকা এবং প্যাকেটজাত চিনি প্রতি কেজি ৮৯ টাকায় বিক্রি হয়েছিল। নতুন দামের সঙ্গে পাম তেলের দাম লিটারে ৮ টাকা কমেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিলগেটে প্রতি লিটার খোলা পাম সুপার অয়েল বিক্রি হবে ১২০ টাকায়, পরিবেশক বিক্রি করবে ১২২ টাকায় এবং খুচরা বা ভোক্তা পর্যায়ে বিক্রি হবে ১২৫ টাকায়।
প্রতি কেজি খোলা পরিশোধিত চিনি মিলগেট থেকে ৮৫ টাকা, পরিবেশক পর্যায়ে ৮৭ টাকা এবং খুচরা পর্যায়ে ৯০ টাকায় কেনা যাবে। এছাড়া পরিবেশকরা মিলগেট থেকে ৯০ টাকায় প্যাকেটজাত চিনি কিনবেন এবং তা খুচরা পর্যায়ে ৯৫ টাকায় বিক্রি করবেন।