পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) : রাজধানীতে শোভাযাত্রা ও মহাসমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২২

সংগৃহীত-

প্রতি বছরের ম‌তো এবারও রাজধানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস হয়েছে। মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান ইমাম শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানীর (মা.জি.আ.) নেতৃত্বে প্রতি বছরের মতো এই জশনে জুলুস শোভাযাত্রা ও মহাসমাবেশ হয়।

আজ রোববার (৯ অক্টোবর) সকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান থে‌কে শুরু হয়ে শাহবাগ, মৎস ভবন, দোয়েল চত্বর হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ঘু‌রে একই স্থা‌নে এসে শান্তি মহাসমাবেশ হয়।

মহাসমা‌বে‌শে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সমা‌বেশ সঞ্চালনা ক‌রেন মাওলানা বাকী বিল্লাহ আল আযহারী ও মাওলানা এইচএম মাকসুদুর রহমান। আ‌রও বক্তব্য দেন সংসদ সদস্য নূরুল আমিন রুহুল, মঈনীয়া যুব ফোরামের সভাপতি সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী, কার্যকরী সভাপতি শাহজাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী, যুক্তরাষ্ট্র থে‌কে আগত ইসলামিক স্কলার ড. শেখ আহমদ তিজানি বিন ওমর, মরক্কোর মো. লাকদার দারফুফি, তুরস্কের থেসাইয়্যিদি মোহাম্মদ আল হোসাইনী ও অধ্যাপক ড. রফিকুল আলম প্রমুখ।

এ সময় শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, প্রিয়নবী (সা.) ছিলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক।

শোভাযাত্রায় বড় বড় হরফে লেখা ছিল ‘ইয়া নবী সালামু আলাইকা’, ‘ইয়া রাসূল সালামু আলাইকা’। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার ব্যবস্থাপনায় জশনে জুলুসে অংশগ্রহণকারীরা কালিমাখচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন ছাড়াও বাংলাদেশের বিশাল জাতীয় পতাকা বহন করেন।

Nagad