গুলশানের তিন স্পা সেন্টার থেকে গ্রেপ্তার ২৫
রাজধানীর গুলশান এলাকার তিনটি স্পা সেন্টার অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় স্পা সেন্টারগুলোতে অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ ২৫ জনকে আটক করেছে গুলশান থানা পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে ১৯ নারী ও ৬ পুরুষ। গুলশান-২ এর দ্য বেস্ট স্পা, অপ্পো থাই স্পা ও গুলশান-১ এর লোটাস থাই স্পা সেন্টারে অভিযান চালানো হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) সকালে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ আকন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৯ অক্টোবর) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গুলশান থানা পুলিশ এ অভিযান চালায়।
এ বিষয়ে উপপরিদর্শক (এসআই) মিরাজ আকন বলেন, রোববার রাতে গুলশানে বিভিন্ন স্পা সেন্টারে পতিতাবৃত্তির খবর পেয়ে অভিযান চালিয়ে অল দ্য বেস্ট স্পা থেকে নয়জন নারী ও দুজন পুরুষ, লোটাস থাই স্পা থেকে চারজন নারী ও একজন পুরুষ এবং থাই স্পা থেকে ছয়জন নারী ও তিনজন পুরুষকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, মোট ২৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।